নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে শ্রোতা-দর্শকদের চারটি নতুন গান উপহার দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। প্রতিটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।
এরমধ্যে একটি বেলাল খানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, বাকি তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবে নিজ নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
‘কি করে ভুলি তোমায়’ শিরোনামের রোমান্টিক ঘরানার গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশী। সুর করেছেন শিল্পী নিজেই, গানটির সঙ্গীতায়োজন করেছেন এমন এ রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। বেলাল খানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত হবে।
‘আমি কি তোর কেউ নই’ শিরোনামের গানটি লিখেছেন লুৎফর হাসান। এ গানটিরও সুর করেছেন শিল্পী নিজেই, সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান। জি সিরিজের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে এটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।
রবিউল ইসলাম জীবনের লেখা ‘বধুয়া’ শিরোনামের গানটির সুর করেছেন বেলাল খান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহিন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মোহাম্মদ মাহিন। গানটির মিউজিক ভিডিও সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
এবং ‘কেন আজ’ শিরোনামের গানটির কথা লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন আহমেদ হুমায়ূন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাহিন আওলাদ।
এ প্রসঙ্গে বেলাল খান বলেন, প্রতিটি গানে আলাদা আলাদা আবেদন আছে। চারটি গানই আমার কাছে আমার সেরা গানগুলোর মধ্যে অন্যতম এবং ভিডিওগুলো গানকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে। আশা করি নতুন গান এবং ভিডিও শ্রোতাদের কাছে উপভোগ্য হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।