মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeদেশের খবরএক প্রেমিক নিয়ে ৪ তরুণীর মারামারি

এক প্রেমিক নিয়ে ৪ তরুণীর মারামারি

অনলাইন থেকে: জয়পুরহাটে এক প্রেমিককে নিয়ে চার তরুণীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। তারা বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।

ফেসবুকে ছড়িয়ে পরা ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারধর করছে। শাড়ি পরা দুই তরুণীর মধ্যে এক তরুণীর চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছে বোরকা পরা দুই তরুণীর একজন। শাড়ি পরা অপর তরুণীকে সড়কের উপর ফেলে তার বুকের উপড় বসে পড়ে বোরকা পরা আরেক তরুণী। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাদের নিবৃত্ত করতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা রাতুল নামের এক তরুণ তার মুঠোফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক। ঘটনাটি তাদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরে তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন।

এ জন্য দুই তরুণীর একজন শাড়ি আরেকজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকালে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। সেখানে আসার তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে শাড়ি পরা দুই ও বোরকা পরা দুই তরুণীর মধ্যে তুমুল মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারি দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে মারামারি ভেঙে দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -