টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) গ্রীষ্মকালীন, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৮ জুন) থেকে ছুটি শুরু হবে। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। তাছাড়া ছুটি চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের সকল বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে আজকের ভেতর শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, হলগুলো ঈদের পর আগামী ৮ জুলাই খুলে দেওয়া হবে। আর আগামী ১৭ জুন ভর্তি পরীক্ষা থাকায় অফিসিয়াল কাজকর্ম অব্যাহত থাকবে।