সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeতথ্যপ্রযুক্তিএক লাখে ‘মাই ওভারটাইম বিডি’

এক লাখে ‘মাই ওভারটাইম বিডি’

অতিরিক্ত কর্ম ঘণ্টা হিসাব রাখার অ্যাপ ‘মাই ওভারটাইম বিডি’ এক লাখ ইনস্টল হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এই অ্যাপের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও গীতিকবি সাইফুল বারী।

জানা যায়, ‘কষ্টের টাকার নির্ভুল হিসাব’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে গুগল প্লে স্টোরে ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপটি পাবলিশ করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান “বারী ল্যাবস’। এই অ্যাপের মাধ্যমে অতিরিক্ত কর্ম ঘণ্টা সহজে লিখে রাখা যায়। ক্যালকুলেটরের মাধ্যমে কত টাকা বেতন পাওয়া যাবে তাও বের করা যায়। এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ’র ইউটিউব চ্যানেলের গান শোনা যায়।

বর্তমানে অ্যাপটি বিশ্বের ৬৯টি দেশে ব্যবহার করেছেন বলে জানান প্রতিষ্ঠাতা সাইফুল বারী।

তিনি বলেন, ওভারটাইম ভিত্তিক যারা কাজ করেন তাদের কথা চিন্তা করে অ্যাপটি তৈরি করা হয়েছে। যদিও শুরুতে দেশের গার্মেন্টস কর্মীদের জন্যই টার্গট করেছিলাম। এখন দেখি দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ৬৯টি দেশে ব্যবহার হচ্ছে।

উল্লেখ্য, সাংবাদিক ও গীতিকবি সাইফুল বারী’র লেখা প্রকাশিত গান দিয়েও একটি অ্যাপ প্রকাশ করেছে ‘বারী ল্যাবস’। ‘গানের বই – Bangla Lyrics’ নাম অ্যাপটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -