শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeজাতীয়এবার রাজধানীতে নারী চিকিৎসকের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

এবার রাজধানীতে নারী চিকিৎসকের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেলো এক নারী চিকিৎসকের। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তানিয়া সুলতানা নামের এই চিকিৎসকের মৃত্যু হয়।
হাসপাতাল সুত্রে জানা যায়, চিকিৎসক তানিয়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -