শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীএলেঙ্গায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

এলেঙ্গায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এলেঙ্গা পৌরসভার পৌলী বাজারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেন। সভাটি পরিচালনা করেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

সভায় আরও উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকদম হোসেন, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী ঝিলিক, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক নায়েব আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান।

প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এলেঙ্গা পৌর বিএনপির আনিসুর রহমান মিল্টন ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -