এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে যে কোনো দিন।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানান, ৪ঠা মে’র মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।
এসএসসিসহ পাবলিক পরীক্ষার ফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের রেওয়াজ আছে। সে অনুযায়ী এবারের ফলও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের জন্য দিনক্ষণ চেয়ে ওই সার-সংক্ষেপ পাঠানো হয়। এতে ২ থেকে ৪ মে’র যে কোনো একদিন সময় চাওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।