সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeজাতীয়এসএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ

এসএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ

 

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭’শ ৬১ জন।

 

দশ বোর্ডে গতবার ছিলো ৮৮ দশমিক ২৩ শতাংশ। গতবারের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৭ দশমিক ৯৪ শতাংশ।

 

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল কপি  হস্তান্তর করা হয়।

 

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫৯ দশমিক ০৩ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার ৪৫০জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪। জিপিএ ফাইভ দুই হাজার ৮৮৮।

 

সিলেট বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ২৬। এই বোর্ডে জিপিএ ফাইভ দুই হাজার ছয়শ ৬৩।

 

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশকি ৯৮শতাংশ। জিপিএ ফাইভ ছয় হাজার নয়শ ২৯ পরীক্ষার্থী।

 

এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ । কারিগরিতে ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -