নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। বুধবার (৭ জুন) সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাউজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, তারেক পুলু, সাংগঠনিক সম্পাদক সরদার আজাদ, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, কৃষি বিষয়ক সম্পাদক কিসলু মিয়া প্রমুখ।