রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeদেশের খবরওয়াজ মাহফিলে শুনে বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় লাশ হলেন লাল মিয়া

ওয়াজ মাহফিলে শুনে বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় লাশ হলেন লাল মিয়া

অনলাইন থেকে: মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় লাল মিয়া তালুকদার (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিবচর এক্সপ্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ছব

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী। লাল মিয়া তালুকদার উপজেলার চর জানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মো. আব্দুল্লাহেল বাকী জানান, রোববার রাতে ওয়াজ মাহফিলে শুনে বাড়ি ফেরার সময় এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন লাল মিয়া তালুকদার। এ সময় দ্রুতগতির কোনো অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের ৯৯৯-এ এর মাধ্যমে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশের পক্ষ থেকে ওই ওয়াজ অনুষ্ঠানে এবং এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করলে নিহতের ছেলে মহসিন তালুকদার এসে লাশ শনাক্ত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -