করোনায় আক্রান্ত আরও ৫, মোট ৬১

0
130

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মরণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন আক্রান্ত হলেও কারও প্রাণহানি হয়নি। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার পরীক্ষা-নিরীক্ষার জন্য কিটের সংকট নেই। রাজধানীসহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’

এসময় তিনি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‌‌’করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বপ্রনোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগ করতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। এরপর দেশে প্রথম কোনও বাংলাদেশি মারা যান ১৮ মার্চ। এরপর আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েছে। এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬১। মৃত ৬। সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশ জুড়ে ছুটি চলছে। বন্ধ রয়েছে সবধরনের গণপরিবহন ও দোকানপাট। প্রথম দফায় ছুটির ঘোষণা ছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় এই ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।