করোনায় নতুন আক্রান্ত ৫০৩ , মৃত্যু বেড়ে ১৩১

0
131
Newstangail desk. সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন।
শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৪ জন।

ডা. নাসিমা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই পুরুষ। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।