নিজস্ব প্রতিনিধি: করোনা বিপর্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং সকল প্রতিষ্ঠানে সরকার অনুদান প্রদানের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট জেলা ছাত্রদলের স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে করোনা বিপর্যয়ের কারনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং সকল প্রতিষ্ঠানে সরকারের অনুদানের দাবি জানিয়েছে ছাত্রদলের নেতারা। এ সময় স্মারকলিপি গ্রহন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহামন উজ্জল, ক্রীড়া সম্পাদক রাসেদ খান সোহাগসহ জেলা ছাত্রদল, শহর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।