রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeজাতীয়করোনা মোকাবিলায় শ্রমিকদের সচেতন হওয়ার পরামর্শ

করোনা মোকাবিলায় শ্রমিকদের সচেতন হওয়ার পরামর্শ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শ্রমিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (১৬ নভেম্বর) গাজীপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে স্থানীয় শ্রমিক নেতাদের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ পরামর্শ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শীতকালে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা আছে। কলাকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের সুস্থ থাকতে হবে। করোনা মোকাবিলার প্রধান হাতিয়ার মাস্ক। শ্রমিকদের কর্মস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। করোনা থেকে শ্রমিকদের নিরাপদ রাখতে মালিক-শ্রমিক এবং শ্রমিক নেতাদের ভূমিকা রাখতে হবে। সবাই সচেতন হলে সহজেই করোনা থেকে শ্রমিকদের নিরাপদে রাখা সম্ভব হবে।’

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় শ্রমিক নেতা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ভাওয়াল রিসোর্টে শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প সম্পর্ক শিক্ষায়তনের গাজীপুর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -