শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াছিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াছিনসহ স্থানীয় কিছু যুবক বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়ীতে পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। গত শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা।
শনিবার সকালে এক নারী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, যুবকের হাত-পা ভাঙাসহ শরীরে দাঁড়ালো আঘাত রয়েছে। সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।