কালিহাতীতে কিশোর জিহাদ হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

0
9427

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যান চালক কিশোর জিহাদকে (১৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে।

বক্তারা বলেন, অটোভ্যান চালক কিশোর জিহাদকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। অন্যথায়, সঠিক বিচার না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর প্রতিনিধি সুজন মাহমুদ, জিহাদের দাদা হাসর আলী, তার বাবা তুলা মিয়া এবং মা জোসনা বেগম।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কিশোর জিহাদ গত সপ্তাহে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর গেল রবিবার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ উপজেলার চেঁচুয়া গ্রামের বাসিন্দা তুলা মিয়ার ছেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।