শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোহালিয়া বাড়ি এলাকায় চুরি হওয়া একটি গাভীসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—টাঙ্গাইলের গোয়ালন্দ থানার বাগলপুর গ্রামের হযরত আলী শেখ (৩৬), রাজবাড়ী জেলার আলীপুর গ্রামের আখের আলী শেখ (৪০) এবং জামালপুর জেলার রশিদপুর বগাবাড়ী এলাকার রইছ উদ্দিন (৩৫)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গোহালিয়া বাড়ি এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয়রা কালো রঙের একটি গাভীসহ তিন ব্যক্তিকে সন্দেহ করে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গরুটি চুরি করে এনেছে। আটককৃতরা পেশাদার চোর হিসেবে পরিচিত। বালিয়াকান্দি থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চোরদের ও মালামাল পৌছে দেয়ার জন্য বলেন।
কালিহাতী থানার এসআই ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর এবং চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। তিনি বলেন, স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার ফলে এই পেশাদার চোরদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের তৎপরতা ও পুলিশের সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।