শুভ্র মজুমদার, কালিহাতী: “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝাটিবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। তরুণদের মাদকমুক্ত জীবনের প্রতি উদ্বুদ্ধ করতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনকে উৎসাহিত করতে ঝাটিবাড়ী ধুনাইল তরুণ যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।
গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া। খেলার উদ্বোধনী ঘোষণা করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কালিহাতী উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু এবং উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওসমান গণী।
ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল—জিহাদ ফুটবল ফেডারেশন ও বন্ধু ফুটবল একাদশ। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য এবং দর্শকদের অদম্য উৎসাহে খেলা পরিণত হয় এক জমজমাট লড়াইয়ে। শেষ পর্যন্ত, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে বন্ধু ফুটবল একাদশকে হারিয়ে জিহাদ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিরোপা নিজেদের করে নেয়।
টুর্নামেন্টটি ছিল কেবলমাত্র খেলাধুলার আসর নয়; বরং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করার এক অনন্য দৃষ্টান্ত। সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সামাজিক উন্নয়নে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শতাধিক দর্শকের সরব উপস্থিতি, খেলোয়াড়দের দক্ষতা এবং আয়োজকদের সমন্বয়ে টুর্নামেন্টটি পরিণত হয় এক অভূতপূর্ব মিলনমেলায়। খেলাধুলার প্রতি এই উজ্জ্বল উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরো বৃহত্তর সফল আয়োজনের প্রেরণা হয়ে থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।