শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এবার দীপানিতা কালিপূজার আয়োজন করা হয়েছে গভীর ধর্মীয় অনুভূতি ও সম্প্রীতির আবহে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন শ্মশান ঘাট, কালি মন্দির, এবং পুকুরঘাটে এই পূজা পালিত হয়, যেখানে ভক্তরা শ্যামাপূজায় অংশ নিতে একত্রিত হন।
৩১ অক্টোবর সন্ধ্যায় শুরু হয়ে সারারাত ধরে চলা এই পূজার প্রধান আকর্ষণ ছিল ভক্তিমূলক প্রার্থনা, আরতি, এবং বিভিন্ন ধর্মীয় আয়োজন, যা ভক্তদের মাঝে আধ্যাত্মিকতার এক অন্যরকম পরিবেশ তৈরি করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, “আমরা পূজা উদযাপন নিরাপদ রাখতে সকল ধরনের সহায়তা দিয়েছি।” স্থানীয় বিএনপি নেতা হারুন মেম্বার বলেন, “আমরা সবসময় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াই।”
পূজা আয়োজনের সফল বাস্তবায়নে জয়কালি বাড়ী মন্দির কমিটির সভাপতি সুদীপ দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেনসহ অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
উপজেলার প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে সৌহার্দ্যের বন্ধন দৃঢ় হয়েছে, যা স্থানীয় সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে।