বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কালিহাতীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর( বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কালিহাতী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আবুল মনছুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: নুর আলম। সার্বিক তত্বাবধানে ছিলেন, মাইকেল মধুসুদন ডিবেট ক্লাবের সদস্য সাইদুর রহমান।

বিতর্কের পক্ষে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,বিপক্ষে কালিহাতী আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক নূর-ই- জান্নাত, ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো: আনিসুর রহমান, টাঙ্গাইলের স্বরস্রোত আবৃতি একাডেমির বিতর্ক প্রশিক্ষক রাসেল আদনান। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিপক্ষে বক্তৃতা দেন স্নেহা সিদ্দিকা, মাফিছা তাবাচ্ছুম ও দলনেতা রেজওয়ানা ইসলাম আরিবা। পক্ষে জান্নাতুল ফেরদৌসী, মুশফিকাত হোসেন ছোঁয়া ও দলনেতা তানহা তালুকদার।

আরও উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি খাজা রফিক, কালিহাতী আর এস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, পক্ষে-বিপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমূখ।

বিচারক মন্ডলীগণ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে চুল চেরা বিশ্লেষণ করে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিজয়ী দল হলো- কালিহাতী আর এস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হলো কালি হাতি আর এস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর দলনেতা রেজওয়ানা ইসলাম আরিবা। অনুষ্ঠান শেষে প্রতিযোগী ও বিচারকমন্ডলীদেরবিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক এবং সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সততা, নৈতিকতার চর্চা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে সচেতন ও সক্রিয় করা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -