নিউজ টাঙ্গগাইল ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে সল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল সল্লা ইউনিয়নের দেউপুর পশ্চিম পাড়া গ্রামের শুক্কুর ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে উত্তরে আসছিলেন। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।