সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় লাশ হলেন মোটরসাইকেলের ২ আরোহী

কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় লাশ হলেন মোটরসাইকেলের ২ আরোহী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যান ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।

জানা যায়, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুই আরোহী কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা কামার্থী এলাকায় পৌঁছলে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে চারান বিলমুখী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের নিচে পড়ে মোটরসাইকেল চালক জাকির মারা যায়। আহত হয় তার সাথে থাকা আসাদুজ্জামান। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করলে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধারসহ ও মোটরসাইকেল-প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -