শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি : ১৩ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় টাঙ্গাইলের কালিহাতীর আর এস সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গোল্ডকাপ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌর মেয়র মো.নুরুন্নবী সরকার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী, উপজেলা ইন্সট্রাক্টর ( ইউ আর সি) সেলিনা আক্তার খান।
আরোও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
খেলাটিতে ১ম ধাপে অংশগ্রহন করেন, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কালোহা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম নারান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২ য় ধাপে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বেতডোবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম গোহালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
খেলাটি সঞ্চালনা করেন, খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।