শুভ্র মজুমদার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিউ ধলেশ্বরী নদীতে পড়ে খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুুপুরে উপজেলার জোকারচর নামক স্থানে ওই ঘটনা ঘটে।
নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।
নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১ টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী নিউ ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠতে পারলেও বাবু ও মুক্তার তীরে ওঠতে না পেরে নিখোঁজ হন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিউ ধলেশ্বরী নদীতে তল্লাসি চালাচ্ছেন।
টাঙ্গাইল নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধারে তাদের অভিযান অব্যাহত আছে। এছাড়া যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বাল্কহেডটি তাদের হেফাজতে রয়েছে। বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।