শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে মুক্তিযোদ্ধা দলের নতুন আহবায়ক কমিটি গঠন

কালিহাতীতে মুক্তিযোদ্ধা দলের নতুন আহবায়ক কমিটি গঠন

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বে আছেন,আহ্বায়ক: হাবিবুর রহমান হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আব্দুল মালেক, সদস্য সচিব: আব্দুল হালিম মিয়া।

এই কমিটি টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিঞার সুপারিশে এবং জেলা সভাপতি আব্দুল খালেক মন্ডলের অনুমোদনে ১ ডিসেম্বর গঠন করা হয়। কমিটিকে তিন মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা এবং যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসমত আলী রেজা।

নবনিযুক্ত আহ্বায়ক হবিবুর রহমান হবি বলেন:
“আমরা জেলা কমিটির প্রতি কৃতজ্ঞ। অল্প সময়ের জন্য দায়িত্ব পেলেও আমাদের লক্ষ্য থাকবে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা এবং একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা।”

কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা বলেন, “মুক্তিযোদ্ধা দল আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা, তারা মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।”

সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া বলেন,
“মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা নবগঠিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি, তারা সংগঠনকে শক্তিশালী ও সংগঠিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -