শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপলক্ষে প্রস্তুতি সভা

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপলক্ষে প্রস্তুতি সভা

শুভ্র মজুমদার, কালিহাতী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল ইসলাম, লুৎফর রহমান লেলিন, ইদ্রিস আলী, সালমান ফরাসি টিটো এবং সদস্য জাহাঙ্গীর প্রমুখ।

সভায় কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন যুবদল, কালিহাতী ও এলেঙ্গা পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -