সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলীর দাফন সম্পন্ন

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলীর দাফন সম্পন্ন

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হুসেইন। পরে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে তার নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ।

উল্লেখ্য, দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানের স্মৃতিচারণ করে উপস্থিত সবাই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনদরদী নেতা হিসেবে উল্লেখ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -