কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবা ও হেরোইনসহ দুই জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
রবিবার (২৮ মে) উপজেলার দশাকিয়া ইউনিয়নের ঢোলকান নামক স্থান থেকে আদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত সদর উপজেলার বিস্বাস বেতকা’র মো :আফরান আলী ছেলে আজিজুর রহমান (৩৫) ও একই এলাকার হাজী মো:নুরুল ইসলামের ছেলে আ:রহিম(৩০)
কালিহাতী থানার ইনচার্জ অফিসার জনাব মোঃ মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।