নিজস্ব প্রতিনিধি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল বিভাগ ও কালিহাতী পৌরসভার বাস্তবায়নে ৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। রবিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গনে ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইবনে মায়াজ প্রামাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. গাজিউর রহমান সহ শিক্ষক-সাংবাদিক, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।