কোটা সংস্কারসহ এক দফা দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের অবস্থান ও স্মারকলিপি প্রদান

0
507

নিজস্ব প্রতিবেদক: গ্রেড বৈষম্যমূলক কোটা সংস্কারসহ এক দফা দাবি ও বাংলা ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এরপর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাদত সিয়াম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল মাওয়া শ্যামন্তীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।