সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeখেলাধুলাগাজীপুরকে হারিয়ে টাঙ্গাইলের কিশোররা চ্যাম্পিয়ন

গাজীপুরকে হারিয়ে টাঙ্গাইলের কিশোররা চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক: ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগ (উত্তর) চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা দল। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিভাগীয় ফাইনালে গাজীপুর জেলাকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে টাঙ্গাইলের কিশোররা।

টাঙ্গাইলের স্পিন বোলার জুনাইদ ইসলাম জারিফ প্রতিপক্ষের ৬ উইকেট নিয়ে জয়ের পেছনে বড় অবদান রাখায় ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরষ্কার লাভ করেছেন।

নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে টস জিতে গাজীপুর জেলা দল প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে পড়েন। লো-স্কোরিং ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় গাজীপুর জেলা দল ৩২ ওভার ৪ বলে মাত্র ৬৮ রানে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার শোয়াইব হাসান ৪ চারে ২০ রান, ব্যাটার মিজাম ২ চারে ১৩ রান এবং জামরুল ১১ রান করেন।

দলের ৬ জন ব্যাটার আউট হন শূন্য রানে। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১৩ রান। টাঙ্গাইলের পক্ষে স্পিন বোলার জুনাইদ ইসলাম জারিফ নিখুত নিশানায় বলে করে ৭ ওভারে ৪টি মেডেনসহ ১০ রান খরচায় ৬টি উইকেট দখলে নেন। ফাস্ট বোলার মুনতাসির ৭ ওভার ৪ বল করে ৬ রানে নেন ২ উইকেট।

স্বল্প রানের টার্গেটে লাঞ্চ বিরতির পর টাঙ্গাইল জেলা দল ব্যাট করতে নেমে দেড় ঘণ্টায় ১৮ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে জয়লাভ করে। দলের পক্ষে ওপেনার আহসানুল হক ১ ছয়, ৪ চারে অপরাজিত ৩৮* এবং ওয়ান ডাউনে নামা আবির হোসেন করেন অপরাজিত ২৩* রান। অতিরিক্ত থেকে আসে ৮ রান। গাজীপুরের পক্ষে ১৪ রানে একমাত্র উইকেটটি লাভ করেন ফাস্ট বোলার মেহেদী।

খেলা শেষে চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানারআপ গাজীপুর জেলা দলের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হাসান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, বিসিবি’র হান্টিং কোচ আজিম উদ্দিন, জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল, জেলা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ ইবনে সাদিক শাহীন এবং দুই দলের ম্যানেজার, কোচ, খেলোয়াড়, সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিসিবি’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে শেরপুর ও ময়মনসিংহ ভেন্যুতে ঢাকা বিভাগ (উত্তর) ৯টি জেলার অ-১৬ বছর বয়সী ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতা করে। পরবর্তীতে দুই ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানারআপ ৪ দলের মধ্যেকার সেমিফাইনাল শেষে টাঙ্গাইল ও গাজীপুর জেলা দল বিভাগীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিসিবি’র জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল জানান, মূলতঃ অনুর্ধ্ব-১৬ বিভাগীয় দল গঠনের জন্যই এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ঢাকা বিভাগ (উত্তর) দু’টি ভেন্যুতেই খেলোয়াড় বাছাই করা হয়েছে।

পরবর্তীতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে সিলেকশন ক্যাম্প ও কন্ডিশনিং ক্যাম্পের মাধ্যমে ঢাকা বিভাগ (উত্তর) দলের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে। যারা পরবর্তীতে অনুর্ধ্ব-১৬ জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -