শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeদেশের খবরগাজীপুরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

গাজীপুরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ৩ জন হলেন- গাছার শরীফপুর সরকার বাড়ি এলাকার সজীব (২৪), কিশোরগঞ্জের তাড়াইল থানার মুরাকান্দী এলাকার তোফাজ্জল হোসেন (২০) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহাট এলাকার আল আমিন (২০)। তোফাজ্জল গাছার শরীফপুর সরকার বাড়ী এলাকায় এবং আল আমিন সাইন বোর্ড ভুষির মিল এলাকায় ভাড়ায় বসবাস করেন।

র‌্যাব জানায়,  সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাছা থানার শরীফপুর এলাকা থেকে ডাকাতচক্রের এ ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছে একটি ক্রিজ, একটি হাসুয়া, একটি সুইচ গিয়ার পাওয়া যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -