গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে টাঙ্গাইলের খলিলুর রহমান নিহত 

0
81

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ স্ট্যান্ডে পার্কিং করার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে খলিলুর রহমান (৪৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝালমুড়ি বিক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মীর গোলাম ফারুক জানান, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকীতলা এলাকায় কাউন্টার থেকে যাত্রী উঠানোর জন্য উত্তরাঞ্চলগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামে। চালক পার্কিং করার জন্য বাসটিকে পেছনে চালাচ্ছিলেন।

এসময় সড়ক পার হতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতা খলিলুর রহমান ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। বাসটিকে জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।