সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

 

এ কিউ রাসেল (গোপালপুর):

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা বুধবার পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব কাজী জাকির হোসেন। এ সময় ১ কোটি চার লাখ ৮৯ হাজার ৩’শ ২৩ টাকা আয় ও ১ কোটি তিন লাখ ৩২ হাজার পাঁচশত ৭১ টাকা ব্যয় এবং ১ লাখ ৫৬ হাজার ৭শত ৫২ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট জনগণের সামনে উপস্থিত করেন। বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন, চাতুটিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা হারুন অর রশিদ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমূখ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -