কে এম মিঠু : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম হোসেন আলী নৌকা প্রতীকে ১২ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী বিদ্রোহী) প্রার্থী শাহআলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪২ এবং বিএনপি’র প্রার্থী আনসার আলী সাগর ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৫৪ ভোট।
উল্লেখ্য, দুপুরে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও এজেন্টকে মারধরের অভিযোগ এনে বিএনপি ও আওয়ামী বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।