সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি।
শনিবার দুপুরে উপজেলার ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল গফুর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড়মনি), উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার প্রমুখ।