সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন বৃদ্ধ

গোপালপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন বৃদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ফসলের মাঠ (চক) থেকে গরু আনতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে ফজলুল হকের শরীরের বিভিন্ন অংশ জ্বলছে যায়।

বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুল হক একই গ্রামের জহুর আলীর ছেলে।

এ বিষয়টি গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গুরু নিয়ে বাড়ি ফিরছেন।

তিনি আরও জানান, এসময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -