মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল প্রধান শিক্ষককের মৃত্যু

গোপালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল প্রধান শিক্ষককের মৃত্যু

মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম খলিল (৬৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সৈয়দপুর গ্রামের গরিবুল্লাহ শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোপালপুর পৌর শহরের সূতী বিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় সে মৃত্যুবরণ করেন।তিনি ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান- শিক্ষক খলিল মোটরসাইকেল যোগে নন্দনপুর যাচ্ছিল। পথিমধ্যে শিক্ষক খলিল পৌর শহরের সূতী বিএম পাইলট বিদ্যালয়ে কাছাকাছি পৌঁছালে বিপরীত দিকে ছেড়ে আসা একটি দ্রুতগামী (ঢাকা মেট্রো-ক ১৪-১৭২১) ট্রাকের সাথের সংঘর্ষ হয়। এতে
তিনি ঘটনাস্থলে ট্রাকের চাপায় গুরুত্বর আহত হলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। পরে তার শারীরিক আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে । এদিকে, তার মৃত্যুতে গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -