এ কিউ রাসেল (গোপালপুর):
সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পৌর ভবনের সামনে বুধবার সকাল ১১টা হতে ঘন্টাব্যাপী কলম বিরতি ও সমাবেশ কর্মসূচী পালন করে। সংগঠনের গোপালপুর শাখার আহ্বায়ক নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর সচিব রফিকুল হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আবদুর রশিদ, রনজিৎ কুমার ঘোষ, সদস্য মোফাচ্ছের হোসেন, ইকবাল হোসেন, হাফিজুর রহমান হিরণ প্রমুখ।
গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ৫মাস থেকে ৩০ মাস পর্যন্ত বেতন-ভাতা পান না বলে বক্তারা জানান। পৌর মেয়র মো. রকিবুল হক ছানা কর্মকর্তা-কর্মচারিদের দাবীর সাথে একত্মতা ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।