মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর: করোনাভাইরাস সংক্রণরোধে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় টাঙ্গাইলের গোপালপুরে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) সকালে পৌর শহরের কোনাবাড়ী বাজার এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।
এসময় ভূমি কশিনার জানান, বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পড়ায় ৯ জনকে ২ হাজার ৪০০ জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।