শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানাসহ প্রায় ১০ লাখ টাকার কাঁচা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর ঘাটাইল উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় উপজেলার রসুলপুর এলাকায় মেসার্স সালাম/সাগর ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় রসুলপুরের আরো দুটি ভাটায় মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর কিলন সম্পূর্ণরূপে ভেঙে আনুমানিক ১০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রধান করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধভাবে ইট তৈরি করায় ইটভাটাগুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -