বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৮ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার ভূমি মোছাঃ নুর নাহার বেগম, পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমূখ।

কর্মশালায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল তুলে ধরা হয় ।

উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -