বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে গৃহবধু মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার

ঘাটাইলে গৃহবধু মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধু আগুনে ঝলসে মৃত্যুর ঘটনায় তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাতে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আলম (৩০), সজীব (২৫) ও শাশুরী নুর নাহার বেগম (৫৫)। পুলিশ মঙ্গলবার (২০ আগস্ট) আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাসান-উদ-দৌলাহ জানান, গত (২০ জুলাই) ভোরে ঘাটাইলের ধোপাজানি গ্রামের আলমের স্ত্রী সাথীর (২৪) গায়ে পেট্রোলের আগুনে ঝলসে যায়। পরে গত (২৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় থানায় গত (২৯ জুলাই) মৃতের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেন।

ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -