নিউজ টাঙ্গাইল ডেস্ক: ছেলেধরা সন্দেহে ফের টাঙ্গাইলের ঘাটাইলে সোহরাব (৩২) নামের এক কাভার্ডভ্যান চালককে গণধোলাই দিয়েছে জনতা। গত সোমবার (২২ জুলাই) রাতে উপজেলার সিংগুরিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহরাব একই গ্রামের শাহজাহান আলীর ছেলে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, রাতে সোহরাব বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জানা যায় ওই ব্যক্তি ছেলেধরা ছিল না। সে কাভার্ডভ্যান চালক।
উল্লেখ্য, আর আগে টাঙ্গাইল একই অভিযোগে আরো ৩ জনকে গণপিটুনি দেয়া হয়। পরে জানা যায় তারা কেউ ছেলেধরা ছিল না।
টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আইন হাতে তুলে নিতে নিষেধ করা হয়েছে। কারো আচরণ সন্দেহজনক হলে পুলিশে জানানোর অনুরোধ করা হয়েছে।