রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ছেলের কুড়ালের কোপে প্রাণ গেল বাবার, থানায় মামলা

ঘাটাইলে ছেলের কুড়ালের কোপে প্রাণ গেল বাবার, থানায় মামলা

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের কুড়ালের কোপে আহত বাবা আজহার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গেল সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আজহার মারা যায়। উপজেলার শহর গোপিনপুর চওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এনিয়ে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত আজহার আলীর পাঁচ মেয়ে এক ছেলে। আব্দুর রহিম বাবার জমি বিক্রি করে বিদেশে যান। বেশ কিছু দিন প্রবাসে থাকার পর বাড়ীতে আসেন। বর্তমানে আব্দুর রহিম বাড়িতেই অবস্থান করছেন। বাবা আজহার উদ্দিন জীবিত থেকেই ওয়ারিশগণদেরকে জমির প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়েছেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ৬ ডিসেম্বর রাতে বাপ-বেটার মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে বাবার মাথায় কুড়াল দিয়ে কোপ দেন ছেলে আব্দুর রহিম। ঝগড়া মিটাতে গিয়ে রহিমের মা রহিমা বেগম আহত হন। প্রথমে আজহারকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আজহার মারা যায়।

গত ৬ ডিসেম্বর মারামারি ঘটনায় আজহারের মেয়ে রোকসানা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় আব্দুর রহিম ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্বে একটি মামলা দায়ের করনে। মামলার তদন্তকর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, মামলার অভিযুক্ত আসামি আব্দুর রহিম ও তার স্ত্রী ফাতেমা বেগম বর্তমানে জেলহাজতে রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -