টাঙ্গাইলের ঘাটাইলে দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এসকে তুহিন বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শিবু পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা মধুপুরগামী মহানগর পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রায় ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।