রেজাউল করিম রঞ্জু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ওয়ার্কসপ কর্মচারী নাহিদ হাসান (২৩) নামে এক যুবক হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. শরফুদ্দীন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কামারচালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ (১৫) ও তার মা খাদিজা (৩৩), নিয়ামতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০), নলমা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালমান জাহান জান্নাত (২১) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুণীআটা গ্রামের ফজলুল হক।
এরআগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, গত ২২ ফেব্রুয়ারি ঘাটাইল উপজেলায় মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতর থেকে নাহিদ হাসান নামের এক ওয়ার্কশপ কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারীরা ওয়ার্কশপের ভেতরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হত্যাকান্ডের বিষয়ে গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদের তাদের গ্রেফতার করা হয়। একইসাথে চুরি যাওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত থাকা ও মোটরসাইকেল লুণ্ঠনের বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।