নিউজ টাঙ্গাইল ডেস্ক:
ঘাটাইলে বীর সিংহ গ্রামে পানিতে ডুবে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঐ গ্রামের দিনমজুর আশরাফুলের ছেলে।
স¦জনরা জানিয়েছেন, শুক্রবার জুম্মার নামাযের পর তার মা তার বাপের বাড়ি পার্শ্ববর্তি পাশটিকরি যাওয়ার উদ্দেশ্যে দুই শিশু সন্তানকে এক সাথে খাওয়ান। পরে সে নিজেও খেয়ে কাপড় পড়ে বাচ্চাকে খুঁজতে গেলে দুই বছর বয়সের শিশু তানজিদকে পেলেও এক বছর বয়সী শিশু তামিমকে না পেয়ে খোঁজাখুজি করে বাড়ির পাশে পানিতে ভাসতে দেখে। পরে তাকে ঘাটাইল হাসপাতালে নেয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।