ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার ভোরে ফেনসিডিলসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মো. আজিজুর রহমান লুৎফর জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের মৃত জুব্বার সরকারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গত শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের
ভিত্তিতে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের মো. আজিজুর রহমান ওরফে লুৎফরের (৪৫) বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে প্লাস্টিকের বস্তায় রাখা একশ’ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।