বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঘাটাইল প্রতিনিধিঃ-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈকিত দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী জাকজমক পুর্নভাবে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা ,আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ সহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এর সভাপতিত্বে উপজেলা চত্বরে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনের স্থানীয় সাংসদ আতোয়ার রহমান খান, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিং,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -